।।জেলা প্রতিবেদক রংপুর।।
রংপুরের বদরগঞ্জে চেক জালিয়াতি মামলায় ইউপি চেয়ারম্যান আয়নাল হককে আটক করেছে পুলিশ। বুধবার ৫ মে গভীর রাতে চেয়ারম্যানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আয়নাল হক বদরগঞ্জ উপজেলার ১০নং মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ জানায়, আয়নাল হকের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পর বুধবার ৫ মে রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এদিকে চেয়ারম্যান আয়নাল হক জানান, তিনি জামিনে আছেন। জামিনের কাগজ পত্র এ্যাডভোকেটের কাছে আছে। জামিনের রিকল দিয়ে থানা থেকে যাবেন। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান আয়নাল হক চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জামিনের রিকল দেখাতে না পারলে তাকে জেল হাজতে পাঠানো হবে।
এসএফ