||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুজন নিহত এবং দুজন আহত হয়েছে। অঙ্গরাজ্যটির সান্টি শহরের একটি মাধ্যমিক স্কুলের কাছে স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে উড়োজাহাজটির পাইলট সুগত দাস। তিনি অ্যারিজোনার ইউমা আঞ্চলিক মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। উড়োজাহাজটি বিধ্বস্ত হবার ঘটনায় ১০টির মতো বাড়ি ধ্বংস হয়েছে এবং পুড়ে গেছে বেশ কয়েকটি গাড়ি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, উড়োজাহাজটি দুই ইঞ্জিন বিশিষ্ট সেসনা-৩৪০ মডেলের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত প্লেনটি অ্যারিজোনা থেকে সান ডিয়েগো যাচ্ছিল। তবে কী কারণে এ দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় তারা।
এসএ//এমএইচ