যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল কমপ্লেক্সে হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরেকজন আহত হয়েছে।
একটি গাড়ি কমপ্লেক্সের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ভেতরে ঢুকে যায় এবং তারপর চালক একটি ছুরি নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে ছুটে যায় বলে বিবিসি জানিয়েছে।
কর্মকর্তারা গুলি করে ওই হামলাকারীকে হত্যা করে।
এই হামলার ঘটনাকে সন্ত্রাসবাদ সম্পর্কিত বলে মনে করছেন না ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান রবার্ট কন্তি।
হামলায় নিহত পুলিশ কর্মকর্তার নাম উইলিয়াম ‘বিলি’ ইভান্স। ১৮ বছর ধরে তিনি ক্যাপিটল পুলিশে সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। তিনি ক্যাপিটল পুলিশের ফার্স্ট রেসপন্স দলে ছিলেন।
ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান যোগানন্দা পিটম্যান নিহত পুলিশ কর্মকর্তা ইভান্স এবং তার পরিবারের জন্য সমবেদনা এবং প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
ক্যাপিটলে হামলা নিয়ে তদন্ত করছেন এমন দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিবিএস নিউজকে বলেন, সন্দেহভাজন হামলাকারীর নাম নোয়া গ্রিন। তার বছর ২৫ বছর এবং তিনি ইন্ডিয়ানার বাসিন্দা।
তবে রয়টার্সের প্রতিবেদনে গ্রিন ভার্জিনিয়া রাজ্যের নিউপোর্ট নিউজে বসবাস করতেন বলে জানানো হয়েছে।
ইস্টার সানডের ছুটি থাকায় ঘটনার সময় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের কোনো সদস্যই ক্যাপিটল ভবনে উপস্থিত ছিলেন না। হামলার পরপরই ক্যাপিটল ভবন এলাকায় ন্যাশনাল গার্ড ট্রুপের কয়েক ডজন সদস্য মোতায়েন করা হয়।
এ ঘটনায় শোক প্রকাশ করতে তিনি হোয়াইট হাউজে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।