||বঙ্গকথন প্রতিবেদন||
যানজট নিরসনের নামে শহরে জনগণের দুর্ভোগ-হয়রানি বন্ধের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। বাসদের জেলা কমিটি শনিবার শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় এই কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বাসদের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বাসদ নেতা মাসুদ পারভেজ, দিলরুবা নূরী, শ্যামল বর্মণ ও রাধা রানী বর্মন।

বক্তারা বলেন, শহরের জিরোপয়েন্ট সাতমাথা এলাকা যানজটমুক্ত করার জন্য ১ জানুয়ারি থেকে পুলিশ প্রশাসন এই এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করেছে। অন্য এলাকা থেকে সাতমাথায় প্রবেশের সড়কগুলোর শেষ প্রান্তে রিকশা বন্ধ করার উদ্যোগ নেয়ায় উল্টো ওই সড়কগুলোতে যানজট ও ভোগান্তি বেড়েছে। এছাড়া সাতমাথা মোড় অতিক্রম করতে না পারায় অটোরিকশার সঙ্গে যুক্ত শহরের দুই প্রান্তের প্রায় দেড় লাখ শ্রমিকের আয় অর্ধেকে নেমে এসেছে। জনগণকে হয়রানিতে না ফেলে যানজটের প্রকৃত কারণ শনাক্ত করে পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান বক্তারা।