||বঙ্গকথন প্রতিবেদন||

ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২। বৃহস্পতিবার ভোর রাতে বগুড়ার আদমদীঘি পশ্চিমবাজার এলাকায় শ্যামলী এন.আর. পরিবহনের ওই বাসে তল্লাশি চালিয়ে এই মাদক জব্দ করেন র্যাব সদস্যরা। আটক করা হয় চাঁপাইনবাবগঞ্জের মাদক কারবারি বকুল ইসলাম বাদশাকে।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, যাত্রীবাহী বাসে করে মাদকের একটি বড় চালান নওগাঁর দিকে যাচ্ছে-এমন খবরে র্যাবের একটি দল আদমদীঘি উপজেলায় অবস্থান করছিলো। ভোররাত ৪টার দিকে শ্যামলী এন আর পরিবহনের বাসটি স্থানীয় আদমদীঘি পশ্চিম বাজারে পৌঁছালে র্যাব সদস্যরা যানবাহনটিতে তল্লাশি শুরু করেন। এসময় যাত্রীবেশে থাকা মাদক কারবারি বকুল ইসলাম বাদশার কাছে বিশেষ কৌশলে রাখা ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে মামলা দায়েরের পর বাদশাকে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
এমএইচ//