যমুনার অব্যাহত ভাঙনের হুমকিতে ১৪ স্কুল

0 167

।। জেলা প্রতিবেদক সিরাজগঞ্জ ।।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে। গত দেড় সপ্তাহে বাঘুটিয়া ইউনিয়নের পশ্চিমচরের বেশ কয়েকটি বসতভিটা ও ফসলি জমি এবং দুটি প্রাথমিক বিদ্যালয় নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া উপজেলার প্রায় ১৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনে হুমকির মুখে রয়েছে। জানা যায়, জোষ্ঠ্যের জোয়ারে যমুনায় প্রায় তিন সপ্তাহ ধরে পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্রচণ্ড স্রোতের কারণে চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল, ঘুশুরিয়া, হিজুলিয়া, কাঁঠালিয়া ও উমারপুরের পয়লা এলাকার প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় ভাঙন চলছে। বিলীন হচ্ছে বহু ঘরবাড়ি ও ফসলি জমি।

এ ছাড়া গত এক সপ্তাহের ব্যবধানে পশ্চিম হাটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়েছে। ঘুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, নদীভাঙনের কারণে বুধবার সকালে স্কুলঘর ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। করোনা সংকট শেষ হলে চরাঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা তাদের পুরনো ঠিকানা ভুলে যাবে। তীর সংরক্ষণে নদীর পেটে বালির বস্তা ডাম্পিংয়ের দাবি জানাই।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More