মেক্সিকোর ২শতম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশ সেনাবাহিনী

0 264

||বঙ্গকথন প্রতিবেদন||

মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট অংশ নিয়েছে।

ছবি সৌজন্য : বাংলাদেশ সেনাবাহিনী

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে মেক্সিকো সিটিতে আয়োজিত প্যারেডে বাংলাদেশের চৌকস প্যারেড কন্টিনজেন্ট মেক্সিকোর রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করে। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মো. সোলাইমান। প্যারেডে অংশগ্রহনকারী ৩৯ জনের মধ্যে সেনাবাহিনীর ২১ জন, নৌবাহিনীর ৮ জন, বিমান বাহিনীর ৮ জন ও সশস্ত্র বাহিনী বিভাগের ২ জন ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীকে দেয়া হয়েছে সার্বিক দায়িত্ব। মেক্সিকো সরকারের আমন্ত্রনে সেপ্টেম্বরের ১০ তারিখে এই কন্টিনজেন্ট সেখানে যায়।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More