।।বঙ্গকথন প্রতিবেদন।।
রাজধানীর মুগদায় অগ্নিকাণ্ডে দগ্ধ মা-ছেলের মৃত্যু হয়েছে। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য জানিয়েছেন। মৃতরা হচ্ছেন মা প্রিয়াঙ্কা বাড়ৈ (৩০) ও ছেলে অরূপ (৫)।

তাদের শরীরের ৭২ ও ৬৭ শতাংশ দগ্ধ ছিল। গতরাতে প্রিয়াঙ্কা এবং সকালে অরূপ মারা যায়। মৃত প্রিয়াঙ্কা শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুরের শুধাংশুর স্ত্রী। অরূপ তাদের ছেলে। এ ঘটনায় শুধাংশু এবং সেফালি নামে আরও একজন চিকিৎসাধীন।
মৃত প্রিয়াঙ্কার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, মা শেফালী রানীকে নিয়ে ঢাকায় থাকেন তিনি। তার বোন প্রিয়াঙ্কা পরিবারসহ শরিয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোন জামাই সুধাংশুর চিকিৎসার জন্য ২০ নভেম্বর তারা ঢাকায় আসেন।
২২ নভেম্বর সকালে ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা পানি গরম করতে রান্না ঘরে যান। গ্যাসের চুলা চালু করে দিয়াশলাই জ্বালাতেই রান্না ঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তারা ৪ জনই দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এসএ//এফএস