|| বিদেশ বিভূঁই প্রদিবেদন ||
মিয়ানমার নতুন করে জান্তা বাহিনীর বিমান হামলা এবং ভারি গোলাবর্ষণের মুখে পালিয়ে প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। দেশটির থাইল্যান্ড সীমান্তবর্তী কারেন প্রদেশে সপ্তাহখানেক ধরে চলা সংঘর্ষের কারণে ভিনদেশে পালাতে বাধ্য হয়েছেন তারা।

মিয়ানমারের গণতন্ত্রপন্থী সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কারেন প্রদেশে অন্তত দুবার বিমান হামলা চালায় মিয়ানমার সামরিক বাহিনী। শুক্রবার লে কায় কাও শহরে আবারও বিমান হামলা চালিয়েছে তারা।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলছে, মিয়ানমার সামরিক বাহিনী ও কেএনইউ’র মধ্যে গত সপ্তাহে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে ওই অঞ্চলের ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। তবে নাগরিক সংগঠনগুলো এর সংখ্যা ১০ হাজারের মতো বলে দাবি করছে।
জান্তার বিমান হামলা ঠেকাতে কারেন যোদ্ধারা লে কায় কাও এলাকাকে চলতি সপ্তাহে জাতিসংঘের কাছে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবি জানিয়েছে।
জেটি//এফএস