||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের একটি খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাচিন রাজ্যের জেড পাথর সমৃদ্ধ হপাকান্ত এলাকায় বুধবার ভোর ৪টার দিকে ভূমিধসের এ ঘটনা ঘটে।
উদ্ধারকারী দলের একজন সদস্য সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ শুরু হয়েছে। নিহতদের অধিকাংশই অবৈধ জেড খনি শ্রমিক বলে মনে করা হচ্ছে।
মিয়ানমার বিশ্বের সবচেয়ে বড় জেডের উৎস। কিন্তু এখানকার খনিগুলোতে বছরের পর বছর ধরে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। হপাকান্তে জেড মাইনিং নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু স্থানীয়রা প্রায়ই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে খনি থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করে।
বেশ কিছু দিন আগে, হপাকান্তের একটি জেড ব্লকে ভূমিধসে অন্তত ১০ জন অদক্ষ খনি শ্রমিক নিখোঁজ হয়ে যান। ২০২০ জুলাইয়ে কাচিন প্রদেশে একটি জেড খনিতে ধস নামায় কমপক্ষে ১৬২ জনের মৃত্যু হয়।
এসএ//এফএস