||বিদেশ-বিভুঁই প্রতিবেদন||
ইনস্টিটিউট অব মেডিটেরিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল কালচারের একটি প্রত্নতাত্ত্বিক গবেষণায় প্রায় সাড়ে চার হাজার বছরের প্রাচীন সূর্যমন্দিরের সন্ধান মিলেছে মিশরে।

দেশটির রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে পাওয়া এ সূর্যমন্দিরটি প্রাচীন শাসক ফারাওদের নির্মিত চারটি সূর্যমন্দিরের একটি বলে দাবি করেছেন গবেষকেরা। গবেষকদলের ডিরেক্টর মাসিমিলিয়ানো নুজলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জানান, ঊনিশ শতকের শুরুর দিকে প্রাচীন প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা শুরু হবার পর এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

এর আগে ১৯৯৮ সালে মিশরেই উদ্ধার করা হয়েছিলো প্রাচীন আমলের আরেকটি সূর্যমন্দির ৷ প্রত্নতত্ত্ববিদদের ধারনা মিশরের প্রাচীন শাসকেরা ৬ টি সূর্যমন্দির তৈরী করেছিলো। এ নিয়ে যার দু’টি উদ্ধার করা গেলো।
এসএ//আরজে