||বঙ্গকথন প্রতিবেদন||
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সোমবার মধ্যরাত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৮ জেলায় শুরু হচ্ছে সমন্বিত বিশেষ অভিযান। স্থানীয় জেলা উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করবে।
অভিযানে ঢাকা, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালীসহ মোট ২০টি জেলার নদ-নদী, মোহনা ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। পাশাপাশি রাজশাহী, বগুড়াসহ মোট ১৮টি জেলায় ক্রয় বিক্রয়, পরিবহন ও মজুদ বন্ধ থাকবে।
রোববার (৩ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ জানান, ইলিশ আহরণ বন্ধ থাকাকালে এ বছর ৫ লাখ ৫৫ হাজার ৯৪৪টি জেলে পরিবারের জন্য ১১ হাজার ১১৮ দশমিক ৮৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
জেডটি/এমএইচ