মাস না পেরোতেই বন্ধ হয়েছে ট্রাম্পের ব্লগসাইট

0 183

উদ্বোধনের এক মাস না পেরোতেই বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্লগসাইট। তার সহযোগী জ্যাসন মিলার মার্কিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ট্রাম্পের ওই ব্লগ আর চালু হচ্ছে না।

ট্রাম্পের ওই ব্লগ পেজে এখনো যারা ঢুকতে যাচ্ছেন তারা একটি ওয়েব ফরম দেখতে পাচ্ছেন, যেখানে তাদের তথ্য দিলে ইমেইল অথবা টেক্সট মেসেজের মাধ্যমে হালনাগাদ খবরাখবর পাঠানো হবে বলে জানানো হচ্ছে।

ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হওয়ার পর গত ৪ মে ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প’ নামে ওই ব্লগ উদ্বোধন করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

সেসময় দাবি করা হয়েছিল, ওই ওয়েবসাইটটি হবে একটি নতুন প্ল্যাটফর্ম, যার মাধমে ট্রাম্প তার সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

ব্লগটির তথ্য প্রথমবার সামনে আনা ফক্স নিউজ সেটিকে একটি ‘নতুন যোগাযোগ প্ল্যাটফর্ম’ হিসেবে উল্লেখ করে। তবে গত মাসের শেষের দিকে ট্রাম্প সেই দাবি ভুল বলে জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More