||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যার্নাজি দেবী দুর্গারূপী-এমনটাই ভাবছে মালদহের হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামে দুর্গা পূজার উদ্যোক্তা স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। এমনই অভিনব ভাবনায় এবারের দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়েছেন তারা। দশভুজার জায়গায় সাক্ষাত মমতা ব্যানার্জি। তবে তার পাশে লক্ষী, সরস্বতী, কার্তিক, গণেশের মূর্তির বদলে পাশে রয়েছে মমতার আরও দুটি মূর্তি।

দেবীদুর্গার হাতেও যেমন অস্ত্র থাকে, ঠিক তেমনভাবেই মুখ্যমন্ত্রীর মূর্তির পেছনে রয়েছে যুবশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রীসহ আরও সরকারি প্রকল্পের প্রতিচিত্র। ফুটবলাকৃতি মণ্ডপে দেখা যায়, হুইল চেয়ারেও বসে রয়েছেন মমতা। রয়েছে ‘ত্রিপুরায় খেলা হবে’র বার্তাও। দলনেত্রীর বিভিন্ন রূপের মূর্তি দিয়ে গোটা মণ্ডপ সাজানো হয়েছে।
তৃণমূলের মালদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক বুলবুল খানের নেতৃত্বে এলাকায় গণেশ পূজার সময়ও অন্যরকম পূজার আয়োজন হয়েছিল। ওই পূজায় মন্ডপে গণেশকে কোলে বসিয়ে মমতাকে দেবী দূর্গার রূপ দেয়া হয়েছিল। যা নিয়ে কম বিতর্ক হয় নি।
স্থানীয় গণমাধ্যমকে বুলবুল খান বলেছেন, করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষদের কষ্ট পেতে দেন নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাই এবারও দুর্গা পূজাতেও মমতাজীর বন্দনা করা হচ্ছে।
এসএ//এমএইচ