মার্কেট খোলার দাবিতে রাজশাহীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

0 419

।।জেলা প্রতিবেদক রাজশাহী।।

সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কেট খোলার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। সোমবার ৫ এপ্রিল বেলা ১১টার পর শহরের সাহেব বাজার আরডিএ মার্কেটের সামনে বিভিন্ন দোকান মালিক ও কর্মচারিরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে দোকান খুলে দেয়ার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে লকডাউনের প্রথম দিনে রাজশাহীর রাস্তাঘাট অনেকটা ফাঁকা দেখা গেছে। জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য সব দোকানপাট বন্ধ ছিল। কঠোরভাবে লকডাউন মেনে চলতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়কে বাস না চললেও গুটিকয়েক রিকশা-অটোরিকশা ও সিএনজি চলতে দেখা গেছে।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকী বলেন, ‘রোববার ৪ এপ্রিল রাত থেকে মার্কেট ও গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। প্রথম দিনে মানুষকে সচেতন করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে অনুরোধ জানানো হয়েছে। তবে দ্বিতীয় দিন থেকে লকডাউন আরও কড়াকড়ি করা হবে।’

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More