||বঙ্গকথন প্রতিবেদন||
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সস্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘মানবিকতা আন্দোলনের মাধ্যমে অর্জন করা যায় না। আইন আইনের গতিতে চলবে।’
শুক্রবার সকালে আখাউড়া পৌর আওয়ামী লীগের আয়োজনে সড়ক বাজার মুক্ত মঞ্চে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘গত বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী আমাকে খালেদা জিয়ার বিষয়টি দেখতে বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কারণেই দণ্ড স্থগিত হয়ে খালেদা জিয়া এখন বাসায় আছেন।’
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছেলে মারা গেল স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাকে সমবেদনা জানানোর জন্য তার বাসায় গেলেন। তখন মুখের ওপরে গেট বন্ধ করে দেয়, তার বাসায় ঢুকতে দেয়া হয়নি। এটা শুধু শেখ হাসিনাকে অপমান করা হয়নি সারা বাংলাদেশের মানুষকে অপমান করা হয়েছে। তার পরেও প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, খালেদা জিয়ার পরিবার যেহেতু একটি দরখাস্ত দিয়েছে তুমি আইনের মারফতে ছেড়ে দাও। তখন খালেদা জিয়াকে দুইটা শর্তে আমরা ছেড়ে দিলাম। তিনি বিদেশ যেতে পারবেন না, আরেকটি হলো তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার প্রমুখ।
এসএ//এফএস