“শনিবার থেকে স্কুলে যেতে পারবে ছেলেরা ” গতকাল আফগানিস্তানে তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।
আফগানিস্তানে মাধ্যমিক স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান সরকার। শুধুমাত্র ছেলে শিক্ষক এবং শিক্ষার্থীরা স্কুলে ফেরার অনুমতি পেয়েছে। মাধ্যমিক স্কুল থেকে বাদ পড়েছে মেয়েরা। আপাতত মাধ্যমিক স্কুলের মেয়েরা এখন ফিরতে পারবে না এমনটাই ঘোষণা দিয়েছে তালেবান সরকার। তবে পরবর্তীতে মেয়েদের স্কুলে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে সরকার থেকে।
স্কুলছাত্রীরা বিবিসিকে জানিয়েছে, তারা স্কুলে না ফিরতে পেরে ভেঙ্গে পড়েছে। একজন ছাত্রী বলেন, “সবকিছু খুব অন্ধকারাচ্ছন্ন লাগছে” ।
তালেবানরা আফগানিস্তান দখলের পর থেকে সেখানকার নারীরা সরকার গঠন, কর্মস্থানসহ সকল ক্ষেত্রে বাঁধার শিকার হন। এজন্য বিক্ষোভও করেছেন আফগানিস্তানের নারীরা। সেই সূত্রেই এবার বাদ পড়ল পড়াশুনার সুযোগ থেকেও।
তাদের নতুন সরকারের অধীনে, তালেবান কর্মকর্তারা বলেছিলেন যে, শরিয়া আইনের আওতায় নারীরা পড়াশোনা এবং কাজ করার অনুমতি পাবে।