বগুড়ায় মাদক ও আর্থসামাজিক কার্যকলাপের বন্ধের দাবিতে মানববন্ধন করেন পৌরসভার চকলোকমান এলাকার বাসিন্দারা।বুধবার সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করেন মালতীনগর দক্ষিনপাড়া ও চকলোকমান উত্তরপাড়ার “মাদক ও সন্ত্রাস নিমূল কমিটি।
শহরের চকলোকমান ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার রুপ নিয়েছে ভয়ঙ্কর পরিনতির দিকে একটি শক্তিশালী ন সিন্ডিকেটের মাধ্যমে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের জমজমাট ব্যবসা করছেন চিহ্নিত এসব মাদক ব্যবসায়ী ।
আহবায়ক , মাদক ও সন্ত্রাস নির্মূল কমিটি জনাব খায়রুল ইসলাম মুক্তির উপস্থানায় বক্তব্য রাখেন জনাব আলহাজ এন সুলতান আহমেদ, হেফাজত আরা মিনা, নাজমুল কাদের শিপন।
মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ রোধ করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্থায়ী সমাধান দাবি করেন সমাবেশ থেকে।
আয়োজিত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন , শাকিল হাসান, মাহবুব আলম, মোঃ হামিদুল ইসলাম, মোঃ আব্দুর রহমান, মোঃ মতিয়ার রহমান, মোঃ আরিফুজ্জামান আরজু