ভারতে যখন মহামারী অবস্থা বিরাজ করছে এর মধ্যে হানা দিয়েছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’। ভারতের মহারাষ্ট্র রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। গতকাল বুধবার রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ সংক্রমিত হয়ে এ রাজ্যে এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে।
ভারতে করোনার পাশাপাশি মহারাষ্ট্র রাজ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। রাজেশ তোপে বলেন,এ পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০০ জন।
রাজেশ তোপে বলেন, ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগীদের চিকিৎসাসংক্রান্ত খরচের দায়িত্ব নেবে রাজ্য সরকার। আগে দেড় লাখ টাকা পর্যন্ত রাজ্য সরকার খরচ করতে প্রস্তুত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য দুই লাখ রুপি পর্যন্ত ব্যয় করবে মহারাষ্ট্র সরকার। শুধু রেশন কার্ড থাকলেই এই সুবিধা পাওয়া যাবে।
ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের হার বেড়েই চলেছে গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, রাজস্থান ও ঝাড়খন্ডে। ব্ল্যাক ফাঙ্গাসের মহামারি ঘোষণা করা হয়েছে রাজস্থানে।