একটি নাচের রিয়েলিটি শো দিয়ে মহাগুরু হয়ে ছোটপর্দায় আবির্ভাব ঘটেছিল মিঠুন চক্রবর্তীর, যার মাধ্যমে টিআরপিকে হাতের মুঠোয় তুলে নিয়েছিলেন তিনি।
এইবার তিনি আসছেন একটি হিন্দি সিরয়ালে’ আবারও ছোটপর্দায় দেখা যাবে মহাগুরুকে , তবে এইবার কোন নাচের রিয়েলিটি শোতে নয়, এইবার তিনি আসছেন হিন্দি সিরিয়ালে। যার নাম ‘চিকু কি মম্মি দূর কি’।
সম্প্রতি চিকু কি মম্মি দূর কি’ সিরিয়ালের প্রোমো মুক্তি পাওয়ার পর থেকেই মহাগুরু মিঠুনকে দেখে বিনোদন দুনিয়ায় বেশ হইচই পড়ে গেছে। বিশেষ সূত্রে জানা যায় এই ধারাবাহিকের জন্য নাকি নিজের পারিশ্রমিক কমিয়েছেন মিঠুন চক্রবর্তী। পুরো ধারাবাহিকে তার উপস্থিতি কতটা থাকবে তা অবশ্য জানা যায়নি এখনও।
এই ধারাবাহিকে মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন একেবারেই নিজের চরিত্রে। ধারাবাহিকের গল্পে দেখা যাবে চিকু নামের একটি মেয়েকে, যে কি না মিঠুন চক্রবর্তীর মতো ড্যান্সার হতে চায়। কিন্তু এই নাচের প্রতি চিকুর ভালোবাসার জন্য তার জীবনে আসে নানারকম প্রতিবন্ধকতা। সব বাধা পেরিয়ে চিকু কী হতে পেরেছিলেন ড্যান্সার ? এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে সিরিয়ালটি।
আগামী ৬ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে দেখা যাবে মিঠুনের হিন্দি ধারাবাহিক ‘চিকু কি মম্মি দূর কি’।