||বঙ্গকথন প্রতিবেদন||
নরসিংদীর হাজীপুর উপজেলার একটি মসজিদে ভোটের বুথ বসিয়ে ভোট গ্রহণ করার ভিডিও ভাইরাল হয়েছে। রোববার ওই কেন্দ্রে ভোট প্রদান করতে আসা নারী-পুরষের লম্বা লাইন ও গণনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কান্দাপাড়া ফোরকানিয়া মাদরাসার পাশের একটি মসজিদের দুটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে মসজিদের ভেতরই গণনাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়। বিকেলে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ ব্যাপারে নরসিংদী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানান, স্থান সংকুলান না হওয়ায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মসজিদের বারান্দায় বুথ তৈরি করে ভোটগ্রহণ করেছেন বলে খবর পেয়েছি। অবশ্য জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, মসজিদ-মন্দিরে কোনোভাবেই ভোট কেন্দ্র হতে পারে না। নির্বাচনী ব্যবস্থায়ও এটি করার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জেটি//এমএইচ