প্রকাশ পেয়েছে ভিডিও প্ল্যাটফর্ম চরকির প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘মরীচিকা’র ট্রেলার। এসেই আলোচনায় সবখানে। এরই মধ্যে জমে উঠেছে ‘মরীচিকা’ নিয়ে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সিনেমা ও সিরিজপ্রেমীদের আলোচনা।
‘মরীচিকা’র ট্রেলারে বলা হয়েছে, সিরিজটি আগামী ঈদুল আজহা সামনে রেখে চরকির উদ্বোধনী দিনে মুক্তি পেতে পারে। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’ নিয়ে গত বছর থেকে শুরু হয় আলোচনা।
এই প্রযোজনায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি ও জোভানের মতো তারকারা। সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহ দিন দিন বেড়েই চলছে। এবার এই আগ্রহের পারদ আরও চড়ল ট্রেলার প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে।
নির্মাতা শিহাব শাহীন জানান, এটা সবে শুরু। সামনের দিনগুলোয় ‘মরীচিকা’ আরও উত্তাপ ছড়াবে ভার্চ্যুয়াল দুনিয়ায়।