মমতা ব্যানার্জিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকছেন

0 270

।। বিদেশ-বিভূঁই প্রতিবেদন।।

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী পদে পূনরায় মমতা বহাল থাকতে পারবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরেই শোরগোল চলে আসছে। সেই ভাবনার অবসান ঘটিয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন মমতা ব্যানার্জী। ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী ছিলেন তিনি। ৩০সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোটগ্রহণের পর আজ রোববার ৩ অক্টোবর ভোট গণনা শেষে ভবানীপুরে ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতলেন মমতা। আবারও ক্ষমতায় বহাল থাকলেন তিনি। আরও এক মেয়াদে পশ্চিমবঙ্গে মূখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি।

মুর্শিদাবাদের দুই আসনেও এগিয়ে আছে তৃণমূল। জঙ্গিপুরে ১৩ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেসের জাকির হোসেন। ৩৭ হাজার ৬১৮ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। 

২০১১ সালেও মূখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে।

এসএ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More