||খেলার মাঠ প্রতিবেদন||
অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। লাঞ্চ বিরতির পর ১২ টা ৫০ মিনিটে মাঠে গড়ায় প্রথম বল। দিনের প্রথম বলেই বাউন্ডারি দিয়ে শুরু করেন পাকিস্তান অধিনায়ক।
বাবর আজম আর আজহার আলী দিনটা শুরু করেছেন স্বচ্ছন্দে। ১০০ রানের জুটি গড়ে ফেলেছেন দুজন।
এবাদত হোসেনের দুই বলে টানা দুই চার মেরে অর্ধশতক স্পর্শ করলেন আজহার আলী। বেশি শর্টপিচ ডেলিভারি দেয়ার খেসারত দিচ্ছেন এবাদত।
খেলা শুরুর ৩০ মিনিটের মাথায় আবারো বৃষ্টি শুরু হওয়ায় আম্পায়ার এর মধ্যেই খেলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে ঢেকে ফেলা হয়েছে পিচ ।
৬৩.২ ওভারে দুই উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে পাকিস্তান।
এসএ//এফএস