||বঙ্গকথন প্রতিবেদন||
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লায় পূজামণ্ডপে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ শক্তি এমন হামলা করছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকার রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
পরিদর্শন শেষে ওবায়দুল কাদের অপপ্রচার ও গুজবে কান না দিতে দেশের মানুষকে আহ্বান জানান। তিনি বলেন, ‘যেকোনো মূল্যে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেয়া হবে। অসাম্প্রদায়িক শক্তির বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তবে এই বিষয়ে আরো সতর্ক থাকা দরকার ছিল।’ শুক্রবার শারদীয় দুর্গাপূজার বিসর্জনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এমএইচ//