||বঙ্গকথন প্রতিবেদন||
কারিগরিমুক্ত নার্সিং সমাজের দাবিতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সেস সংগ্রাম পরিষদ। রাজধানীসহ সারাদেশের হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ব্লকের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয় সোমবার।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্সদের সঙ্গে নিবন্ধন না দেয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শিকাদের ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারি সমমান না করা এবং কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করার দাবিতে বেশ কিছুদিন ধরে নার্সরা আন্দোলন চালিয়ে আসছেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকে ১১ মার্চ পর্যন্ত নার্সেস সংগ্রাম পরিষদ কর্তৃক উত্থাপিত দাবির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালিত হবে সারাদেশে।
এসএফ//এমএইচ