গতকাল সন্ধ্যায় রাজধানী মগবাজারের শরমা হাউজে বিস্ফোরণের ঘটনার কারন সাত দিনের মধ্যে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে। ইতিমধ্যেই পাঁচ সদস্যের কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ফায়ার সার্ভিস সূত্র বলছে, এ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান সংস্থাটির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন গতকাল রোববার রাতে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কীভাবে এই বিস্ফোরণ, তা বলা সম্ভব নয়।
এদিকে গতকাল সন্ধ্যা আনুমানিক ৭.১০ মিনিটে রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন আছেন আহত ১০ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই বিস্ফোরণে দুটি বাসের যাত্রীরা হতাহত হয়েছেন। অন্তত ৪৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।