||উপজেলা প্রতিবেদক, সারিয়াকান্দি (বগুড়া)||
বগুড়ার সারিয়াকান্দির ভেলাবাড়ী ইউনিয়নে ২৮ দুস্থ্য পরিবার পেয়েছে সেলাই মেশিন। সরকারের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে সোমবার পরিবারগুলোর হাতে সেলাই মেশিনগুলো তুলে দেয়া হয়।
ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া সেলাই মেশিন তুলে দেন সুবিধাভোগীদের হাতে। ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আকরামুল হক, উপজেলা প্রকৌশলী লিয়াকত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম নাদির ও জনসাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সুলতান মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপ//এমএইচ//