ভারত এবং পাকিস্তানের যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়াল কানাডা। করোনা সংক্রমণের বিস্তার রোধ করতেই দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে। ফলে আগামী ২১ জুন পর্যন্ত ওই দুই দেশের কোনো যাত্রীবাহী বিমান কানাডায় প্রবেশ করতে পারবে না।
এক বিবৃতিতে ওমর আলঘাব্রা বলেন, গত ২২ এপ্রিল যাত্রীবাহী বিমানে নিষেধাজ্ঞা আনার পর থেকে তাৎপর্যপূর্ণভাবে সংক্রমণ কমার হার লক্ষ্য করা যাচ্ছে। তবে কার্গো বিমানের ফ্লাইটের ওপর এই নিষেধাজ্ঞা থাকছে না।
বাইরের কোনো দেশ থেকে যাতে করোনাভাইরাসের নতুন কোনো ধরন আসতে না পারে সেজন্য গত ২২ এপ্রিল থেকে ভারত ও পাকিস্তানের যাত্রীবাহী ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কানাডা সরকার। সে সময়ও ৩০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়। এবার ওই নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ানো হলো।
তবে ভ্যাকসিন এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের সরবরাহ অব্যাহত রাখতে কার্গো ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হবে।