।।জেলা প্রতিবেদক সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়ার্ডে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলার ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরজুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আরজু সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সড়ক সম্পাদক ও মিরপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, পৌর কাউন্সিলর আরজুর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগে দুটি মামলা রয়েছে। এসব মামলায় রোববার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কাউন্সিলরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, ১ এপ্রিল সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী আলাউদ্দিন আলার ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। এরপর ৬ এপ্রিল ওই মামলার সাক্ষী শহিদুল ইসলামকে রাতের অন্ধকারে কুপিয়ে আহত করার ঘটনায় কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়।
এসএফ