বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা- ব্রাজিলের ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন ‘কনমেবল। কিন্তু ম্যাচটি এখনও বাতিল ঘোষণা করা হয়নি ।
কনমেবল জানিয়েছে কমিশনার ও ম্যাচ রেফারি রিপোর্ট জমা দেবেন ফিফার শৃঙ্খলা রক্ষাকারী কমিটির কাছে। ফিফাই সিদ্ধান্ত নেবে যে ম্যাচটি বাতিল হবে কিনা? ম্যাচটি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে কনমেবলের নিয়ম অনুযাই আর্জেন্টিনা পূর্ণ ৩ পয়েন্ট পাবে।
কনমেবলের শৃঙ্খলাবিধির ৭৪ নম্বর ধারায় স্পষ্টভাবেই উল্লেখ করা আছে, ম্যাচ শুরু হয়ে গেলে খেলা থামিয়ে খেলোয়াড়দের খেলায় নিষেধাজ্ঞা দেয়া যাবে না কিংবা খেলতে বাধা দেওয়া যাবে না।
খেলোয়াড় সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা ম্যাচ শুরুর আগে বা পরে মেটাতে হবে, ম্যাচ চলাকালীন সময়ে কিছু করা যাবে না। এমতাবস্থায় যে দলের কারণে ম্যাচ বন্ধ হবে সেই দল তিন পয়েন্ট হারাবে। নিয়মমত ম্যাচের মাঝপথে ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষের খেলায় হস্তক্ষেপ করায় আর্জেন্টিনার পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার কথা।
এর আগে আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজ, জোভান্নি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ক্রিস্টিয়ান রোমেরো ব্রাজিলের কোয়ারেন্টিন নিয়ম মানেননি এই কারন দেখিয়ে ম্যাচ চলাকালীন সময়ে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা মাঠে হানা দেয়। যার ফলে খেলা বন্ধ হয়ে যায়।