||বঙ্গকথন প্রতিবেদন||

বৃহস্পতিবার পরীক্ষামূলক টিকা প্রদানের মধ্য দিয়ে স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার কার্যক্রম শুরু করছে সরকার। এদিন (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে এই পরীক্ষামূলক টিকা দেবে স্বাস্থ্য অধিদফতর। এবারের টিকা কার্যক্রমে ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।
এর আগে বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদফতরের ফেসবুক পেজে লাইভে এসে এই কার্যক্রম এ সপ্তাহেই শুরুর তথ্য জানিয়েছিলেন। খুরশীদ আলম জানান, দুটি সরকারি বিদ্যালয়ের নির্দিষ্ট কিছু শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে। টিকা দেয়ার পর আগামী ১০-১৪ দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে। পরবর্তীতে ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রম বৃদ্ধি করা হবে। এরপর পর্যায়ক্রমে সারাদেশে শিশুদের টিকা কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
এমএইচ//