।। বঙ্গকথন প্রতিবেদক ।।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদক বিরোধী পৃথক অভিযানে ৮ বোতল দেশীয় মদ, ৪ ক্যান বিয়ার, মোবাইল এবং নগদ টাকাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।শুক্রবার (৮ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে শাজাহানপুরের বনানী ও শাকপালা এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১২’র বগুড়া স্পেশাল কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, গ্রেফতার মাদক কারবারিরা হলেন মাহমুদ রিয়াদ লেলিন (৩২), আব্দুস সামাদ (৩০), ইউসুফ আলী (৩০), মাসুদ রানা (৩০), ফজলে রাব্বী (২৪), নয়ন কুমার বসাক (৪২), রাজীব সাহা (৩৮), মাধব চৌধুরী (২৭), সাকিল (২১)। এই ৯ মাদক কারবারিকে মামলা দায়েরের পর শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।