|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
পাকিস্তানের করাচিতে এক বিস্ফোরণে ভবন ধসে ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে পাকিস্তানের করাচি শহরের শেরশাহ এলাকার পরচা চকে এ বিস্ফোরণ ঘটে।
শেরশাহের পুলিশ কর্মকর্তা জাফর আলি শাহ জানিয়েছেন, একটি বেসরকারি ব্যাংকের পাশের নালার কাছে বিস্ফোরণটি ঘটে। সেখানে একটি পেট্রলপাম্পও ছিলো।
জানা গেছে, বিস্ফোরণে ধসে যাওয়া ভবনের ভেতরে অনেকে আটকা পড়েছিলেন সন্ধ্যানাগাদ। ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। চলছে উদ্ধার কাজও।
পুলিশের মুখপাত্র জাফর আলি শাহ জানান, বিস্ফোরণের ঘটনাটি পরীক্ষা করে দেখার জন্য বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণটি ঘটতে পারে।
জেটি//এমএইচ