|| বিদেশ-বিভুঁই প্রতিবেদন ||
আর মাত্র কয়েক ঘণ্টা পরেই নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ব।

এদিকে গ্রেগোরিয়ান পঞ্জিকার নতুন বর্ষকে সবার আগে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। আকাশে ফুলের মতো আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে উদযাপন করতে দেখা গেছে। এর আগে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনি একটি আতশবাজি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়, যা পুরো শহরটিকেই আলোকিত করছে। আগেই বলা হয়েছিল, আজ রাতে সিডনির আকাশে ছয় টনের বেশি আতশবাজি পাঠানো হবে। তবে ওমিক্রনের জেরে সব কিছুই করা হচ্ছে সীমিত পরিসরে।
এ আয়োজনে পিছিয়ে নেই পার্শ্ববর্তী দেশ ভারতও। ইংরেজি নতুন বছরকে বরণ করতে প্রস্তুতি চলছে বাংলাদেশ। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অতি সংক্রামক ওমিক্রন ভাইরাসও ছড়িয়ে পড়েছে। এমন নানা বিরুপ খবরের মধ্যেও মানুষকে আনন্দ নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। মহামারির ধকল কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওটাই নতুন বছরে সবার প্রত্যাশা।
বছরের শুরু থেকেই করোনা অতিমারি সহ বিশ্বে ঘটেছে নানা রকম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। প্রতিকূলতাকে পেছনে ফেলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ উৎসাহ উদ্দীপনায় স্বাগত জানাচ্ছে নতুন বছরকে।
এবি//এফএস