বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীর গুলি, ৮ জন নিহত

0 133

রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকের গুলিতে ৮জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার রাশিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত পারম স্টেট ইউনিভার্সিটিতে এ গুলির ঘটনা ঘটে। হামলাকারী ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আটককালে আহত হন তিনি ।

চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বিচারে গুলির ঘটনা ঘটল। কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে খুব কমই গুলির ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারী গুলি চালানো শুরু করলে ক্যাম্পাসে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ঘটনার সময় আতঙ্কিত লোকজনকে ভবনের জানালা দিয়ে পালাতে দেখা গেছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More