||বিদ্যাপীঠ প্রতিবেদন||
১৭ মে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ক্যাম্পাসগুলোতে ক্লাস শুরু হবে সপ্তাহখানেক পর ২৪ মে থেকে। সোমবার জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান।
দুপুরে মন্ত্রী আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন শুরু হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এই সংবাদ সম্মেলন দীপু মনি জানান, গত বছর ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি চলবে। তবে ১৭ মে থেকে শিক্ষার্থীদের জন্য দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। ক্যাম্পাসগুলোতে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে ২৪ মে থেকে। ক্যাম্পাস খোলার আগে প্রধানমন্ত্রী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনাভাইরাসের টিকা দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন বলেও জানান মন্ত্রী।
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষা নিয়ে অনেকে দুশ্চিন্তায় আছেন। এর সাথে ক্লাস-পরীক্ষার সংযোগ আছে। বিসিএসের সময় ও বয়সসীমা নির্ধারণে এই বন্ধ থাকার সময়কাল বিবেচনা করা হবে। ফলে এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০০’র বেশি আবাসিক হলে প্রায় ১ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অবস্থান করছে। তাদের বিষয়ে সজাগ আছে সরকার। হল খোলার আগে অন্তর্বর্তী সময়ে মেরামত ও অন্যান্য কার্য সম্পাদন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান শিক্ষামন্ত্রী।
প্রায় এক বছর বন্ধ থাকার পর সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। সোমবারও হল খোলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
এসএফ//এমএইচ