||বঙ্গকথন প্রতিবেদন||
চলতি সপ্তাহের শুরুতে করোনা সংক্রমণ ও মৃত্যু কম থাকলেও ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৭ হাজার ৭৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪০০ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় বিশ্বে মোট মারা গেছেন ৪৬ লাখ ৪৩ হাজার ৬২৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ২০১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ২০ লাখ ৮ হাজার ৮৩৫ জন।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও টিকা কার্যক্রম চলছে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সর্বমোট টিকা নেয়ার সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ জন। এরই মাঝে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫১ জন, আক্রান্ত হয়েছে ১৮৭১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন।
মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন। মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৯৩১ জন। করোনা থেকে দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন।
এসএ//এমএইচ//