।। বঙ্গকথন প্রতিবেদন।।

ইনজুরির কারনে গত তিনবছরে ১৭ টি- ২০ মিস করা দেশসেরা ব্যাটসম্যন তামিম ইকবাল বলেন আসন্ন টি ২০ বিশ্বকাপ না খেললেও টি ২০ হতে এখনি অবসর নিচ্ছেন না।
বিশ্বকাপে না খেলার যুক্তিহিসেবে তিনি বর্তমানে যারা তার জায়গায় পারফর্ম করছেন তাদের প্রতি আস্থার কথা জানান। তিনি তার ফেসবুক পেজে নিশ্চিত করেন যে তিনি বিশ্বকাপ না খেললেও ভবিষ্যতে বাংলাদেশের হয়ে আবার মাঠে টি ২০ ফরমেটে তাকে দেখা যাবে।