বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৮৩ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ১৪ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১৫ টাকা ৭০ পয়সা।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি প্রথমদিকে বিনিয়োগকারীদের বড় অঙ্কের লভ্যাংশ দেয়। তবে কয়েক বছর ধরে কোম্পানিটির লভ্যাংশের চিত্র খুব একটা ভালো না। অবশ্য শুরুর কয়েক বছর বড় লভ্যাংশ দিলেও তা ছিল শুধু বোনাস শেয়ার নির্ভর।
এদিকে দাম কমে যাওয়ার পরও বিনিয়োগকারীদের বড় অংশ কোম্পানিটির শেয়ার কিনতে রাজি হননি। ফলে গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ১১ লাখ ৬ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৮২ লাখ ২১ হাজার টাকা।