।। বঙ্গকথন প্রতিবেদন।।
সম্প্রতি সিলেট অঞ্চলে হওয়া ঘন ঘন ভূমিকম্প ইস্যু নিয়ে জরুরি সভায় বসছে ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটি। মঙ্গলবার ১ জুন বিকেল ৩টায় অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কমিটির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সভায় সভাপতিত্ব করবেন। সভা শেষে আজ ব্রিফিং হবে না। তবে পরবর্তীতে সভার ব্রিফিং নিয়ে সাংবাদিকদের জানানো হবে।
এর আগে রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯ এর ৩.১.৪ অনুচ্ছেদ অনুযায়ী মঙ্গলবার বিকেল ৩টায় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে।
এসএফ