|| বঙ্গকথন প্রতিবেদন ||
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক ও এবং মহাসচিব পদে দ্বীপ আজাদ নির্বাচিত হয়েছেন। শনিবার (২৩ অক্টোবর) সকাল থেকে নির্বাচনী লড়াই শেষে রাতে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করে। এদিকে, বিএফইউজের এই নির্বাচনে বগুড়া-রাজশাহী কেন্দ্রের ভোটে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।
নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জে ১০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রগুলোতে নিজেদের নেতা নির্বাচনের সুযোগ পান দেশের ৩ হাজার ১৮০ জন পেশাদার সাংবাদিক।
বিএফইউজের বগুড়া ও রাজশাহী কেন্দ্রের ভোটে সহ-সভাপতি পদে বগুড়ার মাহমুদুল আলম নয়ন নির্বাচিত হয়েছেন। দুই কেন্দ্র মিলিয়ে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন বগুড়া প্রেসক্লাবের সভাপতি। এছাড়া এই দুই কেন্দ্রের ভোটে যুগ্ম মহাসচিব পদে রাজশাহীর রাশেদ রিপন বিজয়ী হয়েছেন শনিবারের নির্বাচনে।
জেটি//এমএইচ