||বঙ্গকথন প্রতিবেদন||
যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক এক মাদক কারবারির কাছ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। র্যাব-১২’র বগুড়া স্পেশাল কোম্পানির একটি দল রোববার সন্ধ্যায় বগুড়া-রংপুর মহাসড়কের ছিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারকারিকে আটক করেন।

র্যাবের বগুড়া স্পেশাল কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রংপুর থেকে বগুড়াগামীয় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালানো হয়। এসময় ওই বাসে যাত্রীবেশে থাকা মাদক কারবারি লালমনিরহাটের বাসিন্দা আবুল কালাম আজাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। মাদক কারবারি আজাদ সঙ্গে থাকা ব্যাগের ভেতরে করে গাঁজাগুলো ঢাকার দিকে নিয়ে যাচ্ছিলো। আজাদ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান নিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত সরবরাহ করতো বলেও জানান এই র্যাব কর্মকর্তা।