||খেলার মাঠ প্রতিবেদন||
২০২০ সালে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে প্রায় একমাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস। সুস্থ হয়ে ফিরতে পারেন নি তিনি। গত বছরের ১৯ এপ্রিল মৃত্যুবরণ করেন বানি আমিন। গতকাল সোমবার ছিল ইমরুলের বাবার প্রথম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাকে নিয়ে আবেগী বার্তা দিয়েছেন এই ক্রিকেটার।
ইমরুল লেখেন, ‘ঠিক এক বছর হয়ে গেছে এবং এখনো আমি মেনে নিতে পারি না যে আমার সবচেয়ে বড় প্রেরণা, সবচেয়ে বড় সমর্থক আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। ছোট বেলা থেকে আমি তোমার মতো হতে চেয়েছি বাবা, তোমার মতো বিনয়ী ও সদয় হতে চেয়েছি। তোমার প্রয়াণ আমাদের গভীরভাবে আচ্ছন্ন করে রেখেছে। সবার প্রতি অনুরোধ করছি, তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।’
২০২০ সালের ২৩ মার্চ মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের বাড়ি থেকে মেহেরপুর শহরের উদ্দেশে রওনা হয়েছিলেন ইমরুলের বাবা। পথে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে, পেরে সেখান থেকে তাকে পাঠানো হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। ওই দিনই হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসা হয় বানি আমিনকে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।