বাংলাদেশ-পাকিস্তান হোম সিরিজ শুরু ১৯ নভেম্বর

0 157

||খেলার মাঠ প্রতিবেদন||

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ঠিক পরের দিন ১৫ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে সিরিজ শুরু হবে ১৯ নভেম্বর।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে পাকিস্তান। ২৬-৩০ নভেম্বর প্রথম টেস্ট হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর ৪ থেকে ৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More