||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||

অবিশ্বাস্য মনে হলেও সত্য, জমি থেকে সবজি তোলার জন্য বছরে অর্ধ কোটির বেশি টাকা বেতন দেওয়া হবে। ব্রিটেনের কৃষিবিষয়ক টি এইচ ক্লিমেন্টস অ্যান্ড সন লিমিটেড বছর জুড়ে ক্ষেত থেকে বাঁধাকপি ও ব্রকলি তোলার জন্য মোটা বেতনের প্রস্তাব দিয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি থাকছে অন্যান্য বেশ কিছু সুযোগ-সুবিধা।
বৈশ্বিক মহামারীর এই সময়ে কর্মী সংকটে কোম্পানির আশা, এমন বেতন এই কাজের প্রতি মানুষকে আকৃষ্ট করবে। সারা বছর মাঠ থেকে বাঁধাকপি ও ব্রকলি তোলার কাজের জন্য একজন কর্মচারীকে প্রতি ঘণ্টায় ৩০ ইউরো দেয়া হবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় ঘণ্টায় মজুরি প্রায় ৩ হাজার টাকা। সেই হিসেবে একজন কর্মী দিনের আট ঘণ্টায় ২৪০ ইউরো বা এক সপ্তাহের ৪০ কর্মঘণ্টায় ১২০০ ইউরো পাবেন। বছর শেষে ৬২ হাজার ৪০০ ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ৬২ লাখ ৪৪ হাজার ৪০৬ টাকা।
এসএস//এমএইচ