|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
নির্মাণাধীন ২২ তলা ভবন ধসের ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত শতাধিক। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার রাজধানী লাগোসে এই দুর্ঘটনা ঘটে।
সোমবার (১ নভেম্বর) বিকেলে ধসে পড়া ওই ভবনে অনেক নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। ফলে অনেক মানুষ আটকা পড়ার আশঙ্কা করছেন। স্থানীয় বাসিন্দা জানান, দুই বছর ধরে ওই ভবনের নির্মাণকাজ চলছিল। বিকালে বিকট শব্দে ধসে পড়ে ভবনটি।
এই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রাও। এ সময় তিন শ্রমিককে জীবিত উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছান রেডক্রসের সদস্যরা।
এদিকে এখন পর্যন্ত এই দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে জানিয়েছেন, লাগোস রাজ্যের পুলিশ কমিশনার হাকিম ওলুসেগুন ওদুমোসু।
এসএ//এমএইচ