।।জেলা প্রতিবেদক গাইবান্ধা।।
গাইবান্ধায় ব্যবসায়ী হাসান আলী হত্যা মামলায় জেলা আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত মো. মাসুদ রানার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ১১ এপ্রিল জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নিহত হাসান আলীর স্ত্রী মাসুদ রানাসহ তিনজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন- ব্যবসায়ী রুমেন হক ও খলিলুর রহমান বাবু। তারা দু’জন পলাতক। মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার রাতে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আশা করছি- রিমান্ডে আসামির কাছ তথ্য পেলে হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।’ মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সেরাজুল ইসলাম বলেন, মামলার তদন্ত কাজ শুরু করা হয়েছে। মূল আসামি মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এসএফ