||বঙ্গকথন প্রতিবেদন||
ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত অজ্ঞাত ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় বরগুনার সার্কিট হাউজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক প্রমুখ। লাশ দাফনের জন্য পোটকাখালী গণকবরে নেয়া হয়েছে।
মৃত ৪১ জনের মধ্যে নয়জনের লাশ নিয়ে গেছেন স্বজনরা। বাকি ৩২ লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এর মধ্যে দুই জনের লাশ শনাক্ত হওয়ায় বাকি ৩০ জনের ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। তাদেরকে দাফন করা হবে পোটকাখালী গণকবরে ।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭০ জন। ঢাকায় পাঠানো হয়েছে ১৬ জনকে। আহত হয়েছেন শতাধিক।
এসএ//এফএস