বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধী স্মরণে ডিজিটাল প্রদর্শনী

0 145

||বঙ্গকথন প্রতিবেদন||

বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ভারতীয় হাইকমিশন যৌথভাবে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’র আয়োজন করে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশের ও ভারতের জনগণ ভাষা, সংস্কৃতির বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়েই গণমানুষের নেতা হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন।

উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলবে এ প্রদর্শনী। পরবর্তীতে এই প্রদর্শনী চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, কলকাতা এবং দিল্লিতেও অনুষ্ঠিত হবে।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More